সবাইকে বিজয় মাসের শ্রদ্বা

...

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

দেখেছি তোমাকে (কুমার শানু-লিরিকস)


দেখেছি তোমাকে ফুলেরি আসরে।।
দেখেযে  মন ভরে না 
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে (রিপিট)
কেন যে বুঝনা মনকে আমি যে কি করে আর বেঁধে রাখি
এ কেমনে বুঝাই আমি দিন যে কাটেনা কত যে আর একা থাকি
দাওনা গো ধরা আমারি সুরে।।
গেয়ে যাবো আমি তোমায় আমারি গানে গানে (অন্তরা রিপিট)
তোমাকে না পেলে এই জিবনেতে জানিনা কি পাবো আমি
অ সোনার খনির চেয়ে ঐ সোনা মুখ যে আমি বলি বেশি দামি
দাওনা গো সাড়া আমারি ডাকে ।।
অভিমানে অনুরাগে কি হবে মনই জানে (অন্তরা রিপিট)

চলে যায় যদি কেউ বাধন ছিড়ে (লিরিকস)


চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জিবনে আছে সর্বহ্মণ।।

হাসির পরে কান্না আছে দুখের পরে সুখ ।।
আধার রাতের শেষে যেমন দেখিস আলোর মুখ
জন্ম নিলেই সবার তরে আছেরে মরণ
ভাঙ্গা গড়া এই জিবনে আছে সর্বহ্মণ(অন্তরা রিপিট)

দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির।।
এই সংসারে মুহ মায়ায় হই কেন অধীর
যায়না মুছা কখনো যে ভাগ্যেরই লিখন...।

চাঁদ হেরিছে (নজরুল লিরিকস)


চাঁদ হেরিছে---(নজরুল গীতি)
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসী আরশীতে।।
ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ।।
সে অঙ্গ পরশীতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসী আরশীতে...

হেরিছে রজণী রজণী জাগিয়া
চকর উতলা চাঁদের লাগিয়া।।
কাহা পিও কাহা ডাকিছে পাপিয়া
কুমুদিরে কাঁদাইতে-----
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসী আরসীতে---

না জানি সজনী কত সে রজণী
কেঁদেছে চকরি পাপিয়া।।
হেরিছে শশীরে সরসী মুকুরে
ভিরু ছায়া তরু কাঁপিয়া
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির বিরহিণী রহিনী বরণী
অবশ আকাশ দিবস ধরনী
কাদানিয়া চাঁদনিতে-----
(অন্তরা রিপিট)
স্বপ্নীল রহমান 

আমার এ দুটি চোখ পাথর তো নয় (লিরিকস)


আমার এ দুটি চোখ পাথর তো নয়
তবু কেন হ্ময়ে হ্ময়ে যায়
কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় ।।

আমি তো বাগান নই তবু কেন ফুটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ভুল।।
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায় মেঘ হয়ে যায় ।
শুনিতে চাহিনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাশি বাজে জিবনের বারো মাসে ।।
কত রাত্রিতে আমার প্রদ্বীপ শুধু জ্বলে জ্বলে যায় --


আলগা করো গো খোঁপার বাধন (লিরিকস)


আলগা করোগো খোঁপার বাঁধন
দিল বহি মেরা ফাস গায়ি।।(রিপিট)
বিনোধ বেণীর জরিন ফিতায়।।
আন্ধা ইশক মেরা কাস গায়ি ।।
আলগা করোগো খোঁপার বাঁধন
দিল বহি মেরা ফাস গায়ি।।

তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লভিয়া মানুন।।
বেহ সকার গিড় পাড়ি হাত মে।।
বাজু বান্ধমে বাজ গায়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল বহি মেরা ফাস গায়ি।।

কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া
আখফে রাধিয়া জরিকা নিন্দিয়া।।
দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া ।।
অর নেহি ও বাফাস গায়ি।।
অন্তরা ফুল রিপিট

আমার সোনার ময়না পাখি (লিরিকস)


আমার সোনার ময়ণা পাখী
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি-----

সোণা বরন পাখিরে আমার কাজল বরণ আখি।।
দিবানিশি মন চায়রে...
বাইন্দা তোরে রাখিরে আমার সোনার ময়না পাখি---

দেহ দিছি প্রাণ ও রে দিছি আর কিছু বাঁকি ।।
শতফুলের বাসন দিয়ারে অঙ্গে দিছি মাখি রে আমার---
সোনার ময়না পাখি-------

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আখি।।
এ জীবন যাবার কালেরে
ও পাখিরে----------------
এ জীবন যাবার কালেরে
একবার যেন দেখিরে আমার---
সোনার ময়না পাখি...
(অন্তরা রিপিট)
----স্বপ্নীল রহমান